close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শৈশবের স্মৃতিকে তুলে ধরতে পরিবেশ ও প্রকৃতির পাঠশালার উদ্যোগে ঘুড়ি উৎসব..

Juwel Hossain avatar   
Juwel Hossain
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে পরিবেশ ও প্রকৃতির পাঠশালা আয়োজনে ঘুড়ি উৎসব ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। ..

সিরাজগঞ্জে পরিবেশ ও প্রকৃতির পাঠশালা ঘুড়ি উৎসবে রঙ-বেরঙের ঘুড়িতে ছেয়ে যায় নীলাকাশ। এর মধ্যেই চলে ঘুড়ির সুতা কাটার তুমুল প্রতিযোগিতা। কানে ভেসে আসতে থাকে “বাকাট্টা..বাকাট্টা..ধর ধর..” চিৎকার।  পাঠশালা শিক্ষার্থীরা  এবারে  জাতীয় শিক্ষা দিবস ২০২৫ উপলক্ষে পরিবেশ ও প্রকৃতির পাঠশালা ঘুড়ি উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ৯ টায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে পরিবেশ ও প্রকৃতির পাঠশালা আয়োজনে ঘুড়ি উৎসব ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের  কৃতিসন্তান পরিবেশ ও প্রকৃতির পাঠশালা প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ। এসময়ে উপস্থিত ছিলেন, অলিব, আকাশ, মাহিম, সাজেদুল আলম, আহনা, কাওছার, জিহাদ সহ আরো অনেকেন।

পরিবেশ ও প্রকৃতির পাঠশালা প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ বলেন, “এ উৎসবের মাধ্যমে সেই শৈশবে ফিরে গেছি। যখন এক টাকায় একটি রঙিন ঘুড়ি কিনতাম। একজন আরেকজনের ঘুড়ি কেটে দিতাম। এখন এই নীল আকাশে বেগুনি নীল সাদা রঙের ঘুড়ি উড়ছে, যেন মনে হয় এটা একটি ঘুড়ি নয়; একেকটা স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা। এসব উদ্যোগ দেখে মনে হচ্ছে এটা বাঙালির ঐতিহ্য। আজকের দিনটি আমার বারবার মনে থাকবে।”

আবহমান বাংলার ঐতিহ্যবাঙালির ঐতিহ্যকে তুলে ধরতেই পুরো আয়োজন জুড়ে ছিল এক উচ্ছ্বাসভরা প্রাণের ছোঁয়াপরিবেশ ও প্রকৃতি নিয়ে শিক্ষার আলো গ্রামে ও শহরে ছরিয়ে দিতে হলে পরিবেশ ও প্রকৃতির কে বাচিয়ে রাখা প্রয়োজন। তাই সবাই পররিবেশ বান্ধব কাজ করবে এবং পলিথিন ব্যাগ ও প্লাস্টিক কেউ আর ব্যাবহার করবে না। তারা নিজ নিজ শিক্ষা পতিষ্ঠান ও তাদেরই নিজ বাসা পরিস্কার রাখবে।

তিনি আরো বলেন,  ঘড়ি উৎসব ভবিষ্যতে এ আয়োজন আরো বড় আকারে করা হবে। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন ছাত্র ছাত্রী এ ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করে। 

Hiçbir yorum bulunamadı


News Card Generator