close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শ্যামনগরে তারেক রহমানের পক্ষে ৭০টি পুজা মন্ডপে উপহার প্রদান..

Ranajit Barman avatar   
Ranajit Barman
৭০টি দুর্গাপুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।..

শ্যামনগরে তারেক রহমানের পক্ষে ৭০টি পুজা মন্ডপে উপহার প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শুক্রবার সকালে (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ৭০টি দুর্গাপুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোঃ মনিরুজ্জামান বলেন আমরা সবাই বাংলাদেশী। বিএনপি ধর্ম,বর্ণ,ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতি গড়ে তুলতে চায়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর, বিএনপি নেতা জি এম লিয়াকত আলী, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, বিএনপি নেতা গোলাম আলমগীর, শামসুদ্দোহা টুটুল, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরের সভাপতি বিষ্ণু পদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ পুজা উদ্যাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলার আহবায়ক দেবব্রত ব্যানার্জী সহ বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

ছবি- শ্যামনগরে তারেক রহমানের পক্ষে ৭০টি পুজা মন্ডপে উপহার প্রদান করছেন 
 সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৬.৯.২৫
০১৭১২৪৪৮৯৬০

没有找到评论


News Card Generator