শ্যামনগরে প্রাণিজ আমিষ বিষয়ক ক্যাম্পেইন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে বিদ্যালয় পর্যায়ে প্রাণিজ আমিষ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বুধবার(৩০জুলাই) সকালে ১২ নং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণিজ আমিষ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা প্রানিজ আমিষ গ্রহণের উপকারিতা সম্পর্কে বলেন এবং আলোচনা পরবর্তী দুধ,ডিম শিশুদের মধ্যে বিতরণ করেন।
ছবি- শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রাণিজ আমিষ বিষয়ক ক্যাম্পেইন।



















