close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে অজ্ঞান পাটির দুই সদস্য গ্রেফতার

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

শ্যামনগরে অজ্ঞান পাটির দুই সদস্য গ্রেফতার

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে সোমবার(২৯ ডিসেম্বর)দিবাগত রাতে উপজেলার ভূরুলিয়া গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে গৌরিপুর গ্রামের  আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু (২৬) ও তার সহযোগি পৌরসভার বাদঘাটা গ্রামের  জাহাঙ্গীর হোসেন(২০)কে গ্রেফতার করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ জানায় গ্রেফতারকালে তাদের নিকট থেকে চেতনানাশক কেমিক্যাল, টর্চলাইট, সিরিঞ্জ ও চাবি জব্দ করেছে।

প্রেস ব্রিফিংকালে পুলিশ জানায় বাবুর বিরুদ্ধে শ্যামনগর,কালিগঞ্জ,আশাশুনি, সাতক্ষীরা সদর, দেবহাটা,খুলনা,বাগেরহাট ও মাগুরা জেলায় বিভিন্ন থানায় ডাকািতি,দস্যুতা ও চুরির ১৯টি মামলা রয়েছে। তার সহযোগির বিরুদ্ধেও শ্যামনগর থানায় ৬টি মামলা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হোসেন,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, এসআই বিপ্লব হোসেন, এসআই সজীব আহমেদ প্রমুখ।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে আটককৃত দুই জন।

לא נמצאו הערות


News Card Generator