close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে অজ্ঞান করে দুই বাড়িতে চুরি, হাসপাতালে ভর্তি -৬

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে চেতনানাশক স্প্রে করে দুই বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে চেতনানাশক স্প্রে করে দুই বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই '২৫)দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরা হলেন, বাদঘাটা গ্রামের মৃত হরেকৃষ্ণ মন্ডল এর ছেলে দেবীরঞ্জন মন্ডল (৬৫), দেবীরঞ্জন এর স্ত্রী শিখা রানী মণ্ডল (৫০), বোন সুমিতা রানী মন্ডল(৪৫),মেয়ে শিউলী মন্ডল (৩০) এবং অপর পরিবারের মৃত হরেকৃষ্ণ মন্ডল ছেলে চিত্তরঞ্জন মন্ডল(৬৭) ও তার স্ত্রী নীলিমা রানী মন্ডল (৫৫)।

দেবীরঞ্জন এর জামাতা পলাশ মজুমদার জানান, তাদের বাসা থেকে ২ ভরি ওজনের সোনার কানের দুল দুই জোড়া, দুই ভরি ওজনের সোনার পাটি হার একটি টি, চার ভরি ওজনের সোনার চেইন তিনটি, দেড় ভরি ওজনের সোনার আংটি চার টি এবং নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে ।পার্শ্ববর্তী চিত্ত রঞ্জনের পরিবারে দুই জন সদস্যের অবস্থা বেশি খারাপ ও আশংকাজনক হওয়ায় তাদের বাসা থেকে কি কি চুরি হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর মোল্লা বুধবার (০২ জুলাই '২৫) সকালে বলেন, তিনি ঘটনারস্থল পরিদর্শন করেছেন। তথ্য উদঘাটনের কাজ চলছে। যথোপযুক্ত প্রমাণাদি পেলেই দোষীদের বিরুদ্ধে আইনানানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি