শ্যামনগরে কিশোরীদের কারাতে প্রশিক্ষণের সমাপনী
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ ''কারাতে প্রশিক্ষণ গ্রহণ করি,নিজের আত্নরক্ষা নিজেই করি" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্তরে লিডার্সের আয়োজনে ২০দিন ব্যাপী কিশোরীদের কারাতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ মে) বিকালে প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছুনুল হক প্রমুখ।
প্রশিক্ষণ পরিচালনা করেন রাজ গুল আহম্মেদ রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য রবিউল ইসলাম। অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, কিশোরীদের অভিভাবকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে এধরনের প্রশিক্ষণ আয়োজন উপকুলের নারীদের প্রয়োজন বলে মত প্রকাশ করেন।
ছবি- শ্যামনগরে কারাতে প্রশিক্ষণের সমাপনী।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কোন মন্তব্য পাওয়া যায়নি