শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরা শ্যামনগরে যুব ফোরামের দুইদিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি রিফ্রেসার্স  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৩ মে '২৫)  শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা যুব ফোরামের ২ দিন ব্যাপি সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, এবং সম্মানিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হুমায়ুন কবীর, জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য এবং শামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ, জেলা সমন্বয়কারী মাসুদ রানা ও ফিল্ড অফিসার বিপুল রায়। 
উল্লেখ্য, গতকাল ১২ মে, ২০২৫ তারিখ রিফ্রেসার্স প্রশিক্ষণের  শুভ সূচনা এবং ১৩ ই মে প্রশিক্ষণের সমাপনী হয়। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এই রিফ্রেসার্স প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও  অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
					
					
					
					
					
					
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			