শ্যামনগরে যুব বিভাগের আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শ্যামনগর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় র্যালি শ্যামনগর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক অধ্যক্ষ এইউএম গোলাম বারী। তিনি বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। যুব সমাজকে বাঁচাতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এজন্য পারিবারিক ও সামাজিক সচেতনতা খুবই জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা বলেন, “আজকের যুব সমাজ যেন মাদকের ছোবল থেকে মুক্ত থাকে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আরও বক্তব্য দেন উপজেলা শুরা ও কর্মপরিষদ শহিদুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মুহিত মুন্না।
ছবি- শ্যামনগরে যুব বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের র্যালি ।