শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় সভা
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়ন সুরক্ষা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রবিবার(১০ আগষ্ট) উপজেলা ওসিসি কর্মকর্তার কার্যালয়ে নাগরিক উদ্যোগের আয়োজন ও বাস্তবায়নে এবং জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহায়তায় সভায় দলিত নারী ও কিশোরীদের আর্থ-সমিাজিক অবস্থার উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরণ, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বেরসকারী মৌলিক পরিসেবায় অভিগম্যতা বৃদ্ধি বিষয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস। ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে এবং জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালোর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাব রক্ষণ কর্মকর্তা অপু চৌকিদার প্রমুখ।
সভায় বক্তারা দলিত নারী ও কিশোরীদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
ছবি- শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের মতবিনিময় সভা।