close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে বিএনপির যৌথ সভায় মনিরুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলীর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও শ্যামনগর সংসদীয় আসনের..

শ্যামনগরে বিএনপির যৌথ সভায় মনিরুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ।।সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কলবাড়ী বরসা রিসোর্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়। 

সাতক্ষীরা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলীর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও শ্যামনগর সংসদীয় আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী ড. এম মনিরুজ্জামান। সভায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ দল উপস্থিত ছিলেন। এসময় তারা বিএনপি চেয়ারপার্সন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত ড. এম মনিরুজ্জামানকে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

যৌথ সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য আন্তরিকভাবে কাজ করার ঘোষনা দেন। এছাড়া যার যার অবস্থান থেকে দলীয় প্রার্থীর প্রচারনায় অংশ নিয়ে সাধারণ ভোটারদের কাছে ড. মনিরুজ্জামানকে উপস্থাপনের মাধমে ভোটারদের সুদৃষ্টি আকর্ষনেরও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী মুন্নার সঞ্চালনায় শুরুতে উপজেলা এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের আগত নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন। পরবর্তীতে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল এবং শ্রমিকদলসহ অপরাপর অঙ্গসহযেগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় প্রার্থীর জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

যৌথ সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী এবং সমর্থক মনিরুজ্জামানের জন্য না, বরং নিজের জন্য ভোট চাইবে। মনিরুজ্জামানকে দলের প্রার্থী আখ্যা দিয়ে তারা আরও বলেন মনিরুজ্জামান জিতলে দল জিতবে, মনিরুজ্জামান জিতলে তারেক রহমান, বেগম খালেদা জিয়া এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিতবে। সভায় বক্তারা অভিমত ব্যক্ত করে জানান বয়সে তরুন মনিরুজ্জামানকে বিজয়ী করতে পারলে উপকুলীয় জনপদ শ্যামনগরের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। 
সাধারণ মানুষের আশা আকাংখার বাস্তবায়ন সহজ হবে- উল্লেখ করে তারা আরও বলেন সৎ এবং যোগ্য নেতা হিসেবে মনিরুজ্জামান এ জনপদএর মানুষের ভাগ্য উন্নয়নে সবচেয়ে বেশী ভুমিকা রাখতে পারবে। সেজন্য দল মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রাক্তন চেয়ারম্যান গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক প্রাক্তন চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জহরুল হক আপ্পু, উপজেলা  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ঢালী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর ইউপির প্রাক্তন চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক,  উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মুন্সিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, নুরজাহান পারভীন ঝর্না, উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ঢালী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুল,  উপজেলা বিএনপির সাবেক মৎস বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর সর্দ্দার, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট ইব্রাহিম খলিল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি নেতা আবেদ আলী, রমজান নগর ইউনিয়ন সাবেক সভাপতি আব্দুস সবুর, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মাসুদুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান বাবু, আটুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান মিঠু, আব্দুর রব বাপ্পি, ইউনিয়ন বিএনপি নেতা রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, আজু মোল্যা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মজনু এলাহি, ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিনা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নাসরিন খাতুন সুমী, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতিমা নাসরিন পলি, উপজেলা তাতী দলের আহবায়ক ডাঃ আব্দুল হালিম, উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, আরেফিন সিদ্দিকী, মেহেদী হাসান সানি প্রমুখ।
ছবি ঃ যৌথ সভায় ড. মনিরুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

Nema komentara


News Card Generator