শ্যামনগরে আওয়ামীলীগনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আটক

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি আওয়ামীলীগ সভাপতি ও কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান জি এম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।..

শ্যামনগরে আওয়ামীলীগনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আটক

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি আওয়ামীলীগ সভাপতি ও কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান জি এম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।  শুক্রবার(১৫ আগষ্ট) রাতে সাতক্ষীরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

শ্যামনগর থানা পুলিশ জানায়, কৈখালী ইউপি আওয়ামীলীগ সভাপতি জি এম রেজাউল করিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের একটি মামলা রয়েছে।  মামলার আসামী হিসাবে তিনি দীর্ঘদিন আত্নগোপন করেছিলেন।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুময়িুন কবীর মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে আটক আওয়ামীলীগনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম।  

没有找到评论