শ্যামনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালী ও আলোচনাসভা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতেœ তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার(৭ অক্টোবর) সকাল ১১ টায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ^াস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন প্রবীণরা আমাদের পরিবার ও সমাজের মূল ভিত্তি। তাদের অভিজ্ঞতা, পরামর্শ ও ত্যাগের ফলেই আমরা উন্নত সমাজেই দাঁড়িয়ে আছি। বক্তারা প্রবীণদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা দেখানোর কথা বলেন।
ছবি- শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবসের র্যালী।