close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শনিবার(২৯ নভেম্বর) সাতক্ষীার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।..

শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(২৯ নভেম্বর) সাতক্ষীার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে এবং নাগরিক উদ্যোগের বাস্তবায়নে "সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা" প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগ শ্যামনগরের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় অনুষ্ঠানে দলিত নারী, পুরুষ, কিশোর-কিশোরী, স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ঘরে-বাইরে, অনলাইন-অফলাইনে সমানভাবে প্রতিরোধ করতে হবে। তাই ডিজিটাল জগতে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। এবং একই সাথে দলিত প্রতিবন্ধী ও আদিবাসী নারী-কিশোরী সহ সকল ঝুঁকিপূর্ণ নারী গোষ্ঠীকে বিশেষ সুরক্ষা প্রদান করতে হবে।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন।

 

Nema komentara


News Card Generator