close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শীতে এমন কষ্ট যে, মনে হয় জীবনটাই শেষ হয়ে গেল! রাতের ঘুম নেই, এক্কেবারে অস্থির অবস্থা!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শীতের তীব্র ঠাণ্ডা আমাদের শরীরকে এমনভাবে আঘাত করছে যে, অনেকের জন্য দিন কাটানোই এক কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। "শীতের জ্বালায় এক্কেবারে মইরে গ্যালাম, রাতি ঘুমাইত
শীতের তীব্র ঠাণ্ডা আমাদের শরীরকে এমনভাবে আঘাত করছে যে, অনেকের জন্য দিন কাটানোই এক কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। "শীতের জ্বালায় এক্কেবারে মইরে গ্যালাম, রাতি ঘুমাইতে পারিনে", এমন কথাগুলো শোনা যাচ্ছে অনেকের মুখে। বিশেষ করে রাতের বেলায় ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে না পারার সমস্যা যেন চরমে পৌঁছেছে। অধিকাংশ মানুষই শীতের তীব্রতায় বিছানায় অস্থির হয়ে পড়ছেন, আর শীতবস্ত্র পরেও শরীরের গাঢ় কাঁপুনি বন্ধ হচ্ছে না। এর ফলে, শীতপ্রতিরোধী ব্যবস্থা ছাড়া অনেকের জন্য এ সময়টি এক বিপদ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে অতিরিক্ত ঠাণ্ডা থেকে নিজেদের রক্ষা করতে অবশ্যই সঠিক পোশাক পরা, গরম খাবার খাওয়া, এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। শীতে শরীরের শক্তি বজায় রাখতে এ সময়ের খাওয়া-দাওয়ার প্রতি বিশেষ মনোযোগী হতে হবে। এদিকে, শীতজনিত সমস্যাগুলো মোকাবিলা করতে সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তবে সঠিক সেবা পৌঁছানো এক বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে। শীতের প্রকোপ আরো বাড়তে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হচ্ছে।
No se encontraron comentarios