নিজস্ব প্রতিবেদক:
স্থানীয়দের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বর্তমানে ভাঙনের কারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তাটির দু’পাশে পুকুর ও ধানক্ষেত থাকায় বর্ষার পানিতে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় প্রতিদিন শত শত মানুষকে জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
রাস্তার বিভিন্ন জায়গায় পিচঢালা অংশ ভেঙে পড়েছে। অটো, রিকশা, ভ্যানসহ সাধারণ যানবাহন চলাচলের সময় সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ভাঙা রাস্তা সংস্কারের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অভিযোগকারীরা আরও জানান, এই রাস্তা দিয়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কৃষক ও দিনমজুরসহ গ্রামীণ জনগণ প্রতিদিন যাতায়াত করে। কিন্তু রাস্তার ভয়াবহ ভাঙনের কারণে দুর্ঘটনার আশঙ্কা এখন নিয়ত সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, অচিরেই যদি সংস্কারকাজ শুরু না হয় তবে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, যা প্রাণহানির কারণও হতে পারে।
সংস্কার কার্যক্রমের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছে এলাকার সাধারণ মানুষ।



















