শিক্ষিকা মাহরীন চৌধুরী নামে চালু হবে জাতীয় পুরস্কার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
The government will introduce a national award in honor of brave teacher Mahreen Chowdhury, who sacrificed her life to save students during the Milestone School tragedy in Uttara. The “Mahreen Chowdhu..

উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের জীবন রক্ষায় নিজের প্রাণ উৎসর্গকারী সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরীর নামে চালু হচ্ছে জাতীয় পুরস্কার। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে 'মাহরীন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস' নামের এই সম্মাননা শুধুমাত্র শিক্ষকদের প্রদান করা হবে।

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণ রক্ষায় আত্মত্যাগকারী বীর শিক্ষিকা মাহরীন চৌধুরীর নামেই চালু হচ্ছে একটি জাতীয় পুরস্কার। শিক্ষকতা পেশায় অনন্য অবদান ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রতি বছর প্রদান করা হবে দেশের শিক্ষকদের মধ্যে থেকে নির্বাচিত ব্যক্তিদের।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সংবাদ ব্রিফিংয়ে জানান, “মাইলস্টোন ট্র্যাজেডিতে যেসব শিক্ষক-শিক্ষিকা এবং আয়া প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণে বিশেষ কোনো সম্মাননা প্রদানের বিষয়ে সভায় আলোচনা হয়। এদের মধ্যে মাহরীন চৌধুরীর আত্মত্যাগ সর্বজনস্বীকৃত।”

তিনি আরও জানান, “মাহরীন চৌধুরীর সাহসিকতা ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে 'মাহরীন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস' নামে একটি জাতীয় পুরস্কার চালু করা হবে। এই পুরস্কার শুধু শিক্ষকদের জন্য বরাদ্দ থাকবে, যারা ব্যতিক্রমী সাহস, মানবতা ও দায়িত্ববোধ প্রদর্শন করেছেন।”

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষা মহলসহ সাধারণ মানুষ। অনেকেই মনে করছেন, মাহরীন চৌধুরীর নামের এই পুরস্কার ভবিষ্যতের শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

コメントがありません