close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শিক্ষার্থীদের মুক্তির দাবিতে উত্তরা থানায় হামলা, উত্তেজনা ছড়িয়ে পড়লো

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানী ঢাকার উত্তরা এলাকায় তিন শিক্ষার্থীকে পুলিশ কর্তৃক আটক করার পর ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউ
রাজধানী ঢাকার উত্তরা এলাকায় তিন শিক্ষার্থীকে পুলিশ কর্তৃক আটক করার পর ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজিত একটি সভা থেকে আকাশ, রবিন এবং বাপ্পি নামক তিন শিক্ষার্থীকে আটক করা হয়। এর পরেই উত্তেজিত শিক্ষার্থীরা প্রথমে উত্তরা পূর্ব থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে, এবং পরে সন্ধ্যা ৭টার দিকে উত্তরা পশ্চিম থানায় হামলা চালায়। হামলার সময় পুলিশ কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মহাদেব মারধরের শিকার হন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, তাদের সহপাঠীদের উত্তরা পূর্ব থানায় আটক করা হয়েছে, কিন্তু পুলিশ জানিয়েছে যে, আসলে উত্তরা পশ্চিম থানার পুলিশ তাদের আটক করে পূর্ব থানায় হেফাজতে দিয়েছে। এ ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানায় গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও থানার গেটে হামলা চালায়। পুলিশের একাধিক সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, এবং সহকারী কমিশনার সাদ্দাম হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন পুলিশ। ফলস্বরূপ, পরিস্থিতি শান্ত হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় উত্তরা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও, পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সফলভাবে পরিস্থিতি সামাল দেয়।
Nessun commento trovato