close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ‘শাটডাউন’..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এদিন সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।..

বুধবার (২৭ আগস্ট) রাতে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এ ঘোষণা দেন। তিনি জানান, বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

সাকিবুল হক বলেন, “আমাদের দাবিগুলো এখনও পূরণ হয়নি। নীতি নির্ধারকরা আন্দোলনের বিষয়টি সম্পর্কে অবগত নন। তাই বাধ্য হয়ে শাটডাউন কর্মসূচি ডাকা হয়েছে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবির আলোচনায় চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটিতে শিক্ষার্থীদের একজন মনোনীত প্রতিনিধি যুক্ত হবেন। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময়  আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ছোড়ে। পরে সন্ধ্যায় রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
       (.) ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার নিষিদ্ধ করা
       (.) ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা,
       (.) দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

没有找到评论