শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি সেলিমের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রাজধানীর লালবাগে ১৮ জুলাই নিহত খালিদের মামলায় হাজি সেলিমকে গ্রেফতার করা হয়েছে। আদালতে কর্মরত এক উপপরিদর্শক জানান, সোমবার বিকালের মধ্যে হাজি সেলিমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে, এবং আদালত রিমান্ডের আবেদন সম্পর্কে শুনানি করবেন। গত রাতে বংশাল এলাকা থেকে গ্রেফতার হন হাজি সেলিম। হত্যা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। গত ১৯ আগস্ট, খালিদের বাবা কামরুল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে আসামি করে লালবাগ থানায় মামলা করেন।
Không có bình luận nào được tìm thấy