close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে বৈপ্লবিক পরিবর্তন চান : সৈয়দ মো.ফয়সল..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, শিক্ষা–স্বাস্থ্য–যোগাযোগ, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান—এই পাঁচটি খাতে বৈপ্লবিক পরিবর্তন এনে পুরো অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা হবে। তিনি বলেন, “গত সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণ এখন পরিবর্তন চায়, সুশাসন চায়।”
সোমবার বিকেলে আদাঐর ইউনিয়নের মৌজপুর বাজারে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়সল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র ও পুনর্গঠনের ভিত্তি স্থাপন করেছিলেন, বিএনপি এখনো সেই আদর্শে অবিচল। ক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়নে মানসম্মত স্কুল, মাতৃসেবা কেন্দ্র, জরুরি চিকিৎসা সেবা এবং গ্রামীণ সড়ক উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, পৌরসভার নিকটবর্তী হওয়া সত্ত্বেও আদাঐর ইউনিয়ন এখনো প্রাথমিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। উন্নত যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান নিশ্চিত না করা সরকারের ব্যর্থতা বলেও তিনি মন্তব্য করেন।

সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদার বিষয়ে তিনি বলেন, “এই এলাকায় বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা পূর্ণ নাগরিক সেবা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। বিএনপি সব ধর্ম–বর্ণের মানুষের সমান অধিকারে বিশ্বাসী।”

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ক্ষুদ্র উদ্যোগ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, বাজার অবকাঠামো উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের সহায়তা বাড়ানোর আশ্বাস দেন তিনি।

দেশের রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা নিয়ে তিনি বলেন, “একটি পরাজিত শক্তি নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ এসব অপচেষ্টা সফল হতে দেবে না।”

তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে ধানের শীষে ভোট চান।

সভায় সভাপতিত্ব করেন আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর খুর্শেদ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপি সহ-সভাপতি হাজী অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ফজলুর রহমান বুলেট, উপজেলা যুবদল আহবায়ক এনায়েত উল্লাহ, সাবেক হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ও যুবদল যুগ্ম আহবায়ক  মাসুকুর রহমান মাসুক প্রমূখ।

এদিন দুপুর থেকে বিভিন্ন গ্রামের মিছিল মৌজপুর বাজারে এসে সমবেত হয়। ঢাক–ঢোল, নাচ–গান আর উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নারী–পুরুষ ভোটারের ব্যাপক উপস্থিতিতে জনসভা স্থল জমে ওঠে উৎসবের আমেজে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator