close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Alamin hosen suvo avatar   
Alamin hosen suvo
অভিযোগের সর্বোচ্চ চূড়ায় কিভাবে টিকে থাকতে পারে একটি শিক্ষাপ্রতিষ্ঠান

। 

কথা বলছি ১৯০৫ সালে সাভারে আমিন বাজারে গড়ে ওঠা মিরপুর মফিদ ই আম স্কুল এন্ড কলেজ কে নিয়ে।

শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাওয়া গিয়েছে নানা রকম অভিযোগ, এতগুলো অভিযোগ যেন তালিকায় জায়গা হচ্ছে না। 
স্থানীয় ছাত্র সমাজ ও স্কুলের সাবেক শিক্ষার্থীদের সাথে কথা বলে অভিযোগগুলি পাওয়া গিয়েছে, 
১/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বারা চলছে শিক্ষা কার্যক্রম নেই কোন প্রধান শিক্ষক যার কারণে শিক্ষা কার্যক্রমে অনিয়ম পাওয়া গিয়েছে।
2/কলেজ ভবন থাকা সত্ত্বেও সেখানে নেওয়া হচ্ছে না কোন ক্লাস, শিক্ষার্থী বিহীন ক্লাস গুলো জমেছে ধুলা। 
৩/বিষয়ভিত্তিক কোন শিক্ষক দ্বারা নেওয়া হচ্ছে না ক্লাস। শিক্ষকদের মাঝে করা হচ্ছে ভেদাভেদ।
৪/শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ এর মত গুরুতর অভিযোগে উঠে এসেছে, 
৫/শ্রেণিকক্ষে পাঠদানের থেকে বিরত থেকে কোচিং ক্লাসে প্রতি তাদের আকর্ষণ বেশি। 

এছাড়াও নানাঅব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। 

কলেজ ভবন থাকা সত্ত্বেও সেখানে কেন নেওয়া হচ্ছে না ক্লাস এই বিষয়ে কর্মরত এক শিক্ষকের সাথে কথা বলে জানা গিয়েছে , পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও তারা কলেজ ভবনটিতে ক্লাস করাচ্ছে না, বেতনও ভাতার  তারতম্য সৃষ্টি করার জন্য, মূলত কলেজের শিক্ষক দিয়ে স্কুলের ক্লাস নেওয়া হয় এবং স্কুলের ফান্ডে জমাকৃত ভাতা গ্রহণ সুবিধায় তারা আলাদা করে কলেজ ভবনটিতে ক্লাস করাতে ইচ্ছুক না। বর্তমান সময়ে কোন প্রধান শিক্ষক না থাকায় এ বিষয়টি তারা খুব ভালোভাবেই সুবিধ  নিচ্ছে। বিষয়টি নিয়ে চলছে কলেজ এবং স্কুল শাখার শিক্ষকদের মাঝে বিরোধ। 

স্থানীয় ছাত্র সমাজের সাথে কথা বলে জানা গিয়েছে তারা উপজেলা অফিসারের সাথে কথা বলেও বিষয়টির কোন সমাধান পাচ্ছে না যদিও তাদের আশ্বাস দেওয়া হয়েছে। তাদের দাবি এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান টিকতে পারে না যে কোন সময় প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার ঘোষণা আসতে পারে, একটা প্রতিষ্ঠানে কাঠামো ঠিক নেই সেখানে কিভাবে তারা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নিশ্চিত করবে। তাই তাদের জোর দাবি এসব অনিয়মের নিঃশেষ। তা না হলে যেভাবে ছাত্র সংখ্যা কমেছে এবং বিগত দিনে স্কুলের যে ফলাফল রয়েছে এতে করে প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার কাঠগড়ায় দাঁড়িয়েছে ।
তাদের এলাকায় একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান যে তারা বাঁচাতে যে কোন উদ্যোগ নিতে প্রস্তুত  মন্তব্যে   শিক্ষার্থীদের ‌।

نظری یافت نشد