শিক্ষা, আদর্শ ও ইসলামী চেতনায় বাগেরহাটে সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত। ..

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
সংগ্রাম আর সাহসী জীবন সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন" — এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাগেরহাট জেলা শাখার আয়োজনে দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবির-২০২৫ অন..

শিক্ষা, আদর্শ ও ইসলামী চেতনায় বাগেরহাটে সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত। 

মোঃ আব্দুল্লাহ, খুলনা জেলা প্রতিনিধি

"সংগ্রাম আর সাহসী জীবন সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন" — এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাগেরহাট জেলা শাখার আয়োজনে দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ৭টায় বাগেরহাট শহরের দশানি মেগনিতলাস্থ খানজাহান আলী ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবিরের উদ্বোধন হয়। টানা দুই দিনব্যাপী এই আয়োজন রবিবার বিকেল ৫টায় সমাপ্ত হয়।
এসময় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আব্দুল আওয়াল, সাবেক জেলা সভাপতি অধ্যাপক ইকবাল হুসাইন, হাফেজ ইমরান হোসাইন, অ্যাডভোকেট ইসাদুল হক এবং আরিফ শেখ। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম এবং জামায়াতে ইসলামী জেলা যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নোমান হোসেন নয়ন বলেন, "আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করে আল-কোরআন ও আল-হাদিসের আলোকে নিজেদের জীবন গড়ার পাশাপাশি নিজেদের জান এবং মাল কুরবানি করার দৃঢ় প্রত্যয় মনের ভিতরে লালন করতে হবে। জান্নাতের বিনিময়ে আমরা আমাদের জান এবং মালকে যেহেতু আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি সেহেতু শাহাদাতের তামান্না নিয়ে সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করতে হবে।"
তিনি আরও বলেন, ছাত্রশিবিরের প্রত্যেক সাথীকে শপথের আদর্শকে হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে।
যদুই দিনের এই শিক্ষা শিবিরে কুরআন-হাদীসভিত্তিক শিক্ষা, নৈতিক চরিত্র উন্নয়ন এবং আদর্শিক মানসিকতা গঠনের ওপর নানা সেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সাথীরা আন্তরিকতার সাথে সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং নব উদ্যমে ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

No comments found