রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর শিবপুর উপজেলায় র্যাব-১১ এর বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন একাধিক ডাকাতি ও হত্যাকাণ্ডের মামলার আসামি মো. সবুজ ওরফে সেলিম (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ জুন) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে শিবপুর উপজেলার কামড়াবো এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত মো. সবুজ পলাশ উপজেলার সুলতানপুর এলাকার মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে। তিনি রাজধানীর ভাষানটেক থানাসহ গাজীপুরের শ্রীপুর এবং নরসিংদীর পলাশ থানায় একাধিক ডাকাতি ও হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি।
র্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি জুয়েল রানা পিপিএম (সেবা) জানান, “আসামি মো. সবুজ ওরফে সেলিম দীর্ঘদিন ধরে ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা সফলভাবে তাকে গ্রেফতার করি।”
গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



















