রিপোর্ট মেহেদী হাসান: ভেকু দিয়ে খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে অর্ধগলিত দেহ।
নরসিংদীর শিবপুরে আজ (৭ এপ্রিল) বিকেল সাড়ে ২টায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে উদ্ধার করা হয় এক অর্ধগলিত মরদেহ।
স্থানীয় বাসিন্দাদের মতে, বাছেদ মুন্সির জমিতে পুকুর খনন কাজ চলছিল। এই সময়ই ভেকুচালক শামীম শেখ প্রথমে মাটির নিচ থেকে মরদেহের অংশ দেখে আশপাশের লোকজনকে জানান। এরপর স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হান্নান জানান, “বেলা ১১টার দিকে আমি বিষয়টি জানার পর পুলিশকে অবহিত করি এবং ঘটনাস্থলে পৌঁছাই। তবে, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে।”
এ পর্যন্ত মরদেহের পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, মরদেহের অবস্থান এবং গলিত অবস্থা রহস্য সৃষ্টি করেছে।