close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শিবপুরে গৃহবধূ হত্যা: ১৪ দিনের মাথায় স্বামী-শাশুড়ি গ্রেপ্তার..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
শিবপুরে গৃহবধূ হত্যা: ১৪ দিনের মাথায় স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর শিবপুরে গৃহবধূ খাদিজা আক্তার (৩০) হত্যা মামলায় ১৪ দিনের মধ্যে ঘাতক স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত ১৩ এপ্রিল ২০২৫, শিবপুর মডেল থানার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি গ্রামে। নিহত খাদিজার ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্ত শুরু হয়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে এসআই ইসমাইল ও এসআই রেজাউল করিমের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ২৭ এপ্রিল নেত্রকোনা জেলার কলিয়াজুরি থানার আমানিয়া গ্রাম থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের স্বামী তারেক মিয়া (৩৫) ও তার মা হাসু বেগম (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, তারেক মিয়া জিজ্ঞাসাবাদে স্ত্রী খাদিজাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতরা আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছেন। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন জানান, "হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম। দ্রুত সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ন্যায়বিচারের ব্যবস্থা করা হবে।

コメントがありません