close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শিবগঞ্জে সাংবাদিক ওয়াহেদ ফকিরের মুক্তির দাবিতে মানববন্ধন..

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

আরিফুল ইসলাম,বগুড়াঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাউল গানের কলি পোস্ট করাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় সাংবাদিক ওয়াহেদ ফকিরের গ্রেফতারের প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৬ মে) বিকেলে শিবগঞ্জ শহরের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পবন কুমার রায়, সাংবাদিক নুরুল আমিন তালুকদার, বজলুর রহমান, সাজু মিয়া, মোহাম্মদ আলী, কামরুল হাসান, সোহাগ আহম্মেদ, শাহজাহান আলী, জিএম মিজান, মিজানুর রহমান, ফারুক আহম্মেদ, আব্দুর রহমান, গোলজার রহমান, বাকি বিল্লাহ, কনক দেব, মিনহাজ উদ্দিন, শেখর চন্দ্র, গোলাম রব্বানী শিপন, আনিছার রহমান দুলাল, ময়নুল ইসলাম, ওয়াদুদ হোসেন, জহুরুল ইসলাম সৈকত, রাব্বী হাসান সুমন, মাহমুদুল হাসান তৌহিদ, রাইসুল ইসলাম রনি, জাহিদুল ইসলাম, ফজলুল হক জুয়েল, নূর আলম, উৎপল কুমার, সোহেল রানা, আব্দুর রহিম, নাহিদ ইসলাম, শফিউল আলম ডিউসহ অনেকে।

 

বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিক ওয়াহেদ ফকিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করেছে। তারা এ মামলার দ্রুত প্রত্যাহার ও ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

সমাবেশে বক্তারা আরও বলেন, স্বাধীন সাংবাদিকতার পথে এ ধরনের হামলা মেনে নেওয়া হবে না। মামলা প্রত্যাহার ও মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

Aucun commentaire trouvé


News Card Generator