close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শিবগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি avatar   
আরিফুল ইসলাম বগুড়া প্রতিনিধি
****

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

 

বুধবার আছরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত চলে এ কার্যক্রম। গণসংযোগকালে জামায়াতের উদ্দেশ্য, লক্ষ্য, তিন দফা দাওয়াত ও চার দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরেন নেতাকর্মীরা। একই সঙ্গে যারা এসব কর্মসূচির সাথে একমত পোষণ করছেন তাদের ‘সমর্থক ফরম’ পূরণের মাধ্যমে সংগঠনের ছায়াতলে আসার আহ্বান জানানো হয়।

 

গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। তিনি বলেন, “আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন বন্দর ও গ্রামে নিয়মিত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি। ইসলামী আন্দোলনের লক্ষ্যে জনগণকে সচেতন করে দাওয়াতের মাধ্যমে সংগঠনে যুক্ত করা হচ্ছে।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আ.ন.ম আলমগীর হোসাইন, রায়নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইউনুস আলী, জামায়াত নেতা মনসুর আলী, মাওলানা রফিকুল ইসলাম, শাহ আলম, সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator