close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন..

পুলক শেখ avatar   
পুলক শেখ
****

ঢাকা, ২ জুলাই:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন মাসুদ-সহ সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেম, সাহসিকতা ও রাষ্ট্রনায়কত্বের প্রতিচ্ছবি। তাঁর আদর্শ অনুসরণ করেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির প্রতিটি কর্মী অঙ্গীকারাবদ্ধ।

Nenhum comentário encontrado


News Card Generator