close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার পুনঃ বহাল। ..

(এস.এম আল আমিন হোসেন) স্টাফ রিপোর্টার ঢাকা  avatar   
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার পূর্ণবহন।

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা পুরস্কার কে দিয়েছিলো জানেন? 

 

বেগম খালেদা জিয়া। ভুল শুনেন নাই। ঠিক শুনেছেন। ২০০৩ সালে খালেদা জিয়ার সরকার দুইজনকে একসাথে স্বাধীনতা পুরস্কার দেন। শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমান।

 

চিন্তা করতে পারেন? এই নারী কতটা উদার মনের মানুষ ছিলেন? নিজের স্বামীকে আলাদা করে দেননি, শেখ মুজিবকেও দিয়েছিলেন। এর জবাব হাসিনা দিয়েছিলেন কেমনে জানেন? এই ছোটলোক ২০১৬ তে আইসা জিয়াউর রহমানের ঐ স্বাধীনতা পদক বাতিল ঘোষণা করে। আজ সরকার সেইটা আবার ফিরাইয়া দিলো। 

 

অনেকেই দাবি করেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কারণেই এদের মধ্যের সম্পর্ক নষ্ট হইছে। আপনাদের জানা উচিত, খালেদা যতটা উদারতা নিয়ে রাজনীতিটা করতেন, হাসিনার যদি তার এক ভাগ উদারতা থাকতো, বাংলাদেশের পরিস্থিতি আজ অন্য রকম থাকতো। হাসিনার ছোটলোকির দায় সব দলের উপর দেওয়া অন্যায়। 

 

কার্টেসীঃ -সাদিকুর রহমান খান।

没有找到评论