close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে ৩নং পাহাড়পুর ইউনিয়ন কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে ৩নং পাহাড়পুর ইউনিয়ন কৃষক দল আয়োজন করে বৃক্ষরোপণ কর্মসূচি।..

 

বদলগাছী (নওগাঁ), ৩০ জুন:
“আমার মাটি আমার দেশ, গাছ লাগিয়ে করব খাঁটি”—এই শ্লোগানকে ধারণ করে মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বদলগাছী উপজেলার ৩নং পাহাড়পুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর ১২টায় পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রমজান আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৩নং পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিল্লুর রহমান মাস্টার।৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. সাফিন হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের  বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও পাহাড়পুর ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান বক্তা জিল্লুর রহমান মাস্টার বলেন, “মানুষের জীবন বাঁচানোর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো অক্সিজেন, আর এই অক্সিজেনের একমাত্র উৎস গাছ। গাছই মানুষের প্রকৃত বন্ধু। সেই বন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য এবং পরিবেশ রক্ষায় দেশের একমাত্র দল হিসেবে বিএনপি নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। বাংলাদেশের মানুষকে সুন্দরভাবে বাঁচার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এ কর্মসূচি চালু করা হয়েছে, যা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠ,  বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়,ও নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গাছ বিতরণ করা হয়। 

পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

 

لم يتم العثور على تعليقات