close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
আগামী শনিবার, ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু সড়কের বিকল্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে। ওই দিন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করবেন। সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কিছু সড়কে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ নির্দেশনা: ১. মিরপুর মাজার রোড: শনিবার সকাল ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১নং ক্রসিং পর্যন্ত) যান চলাচলের জন্য বন্ধ থাকবে। যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।
বিকল্প সড়কগুলো:
আশুলিয়া থেকে মিরপুরে আসা যানবাহন: নবাবেরবাগ ক্রসিং থেকে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করতে হবে।
শাহআলী মাজার এলাকা অতিক্রমকারী যানবাহন: টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাঙলা কলেজ-মিরপুর ১নং সড়ক ব্যবহার করতে হবে।
গাবতলী যাওয়ার যানবাহন: মিরপুর-১ থেকে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করতে হবে।
গাবতলী থেকে ঢাকার দিকে আসা যানবাহন: ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং ব্যবহার করতে হবে।
দারুসসালাম থানা এলাকা থেকে যাতায়াতকারী যানবাহন: ১০ নম্বর কমিউনিটি সেন্টারের রাস্তা না ব্যবহার করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করতে হবে।
ডিএমপির অনুরোধ: শহিদ বুদ্ধিজীবী দিবসে অনুষ্ঠানের কারণে নগরবাসীকে নির্ধারিত বিকল্প সড়কে চলাচল করার অনুরোধ করা হয়েছে। ডিএমপি সকলের সহযোগিতা কামনা করেছে যাতে ওই দিন যানজট কমিয়ে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা যায়।
কোন মন্তব্য পাওয়া যায়নি



















