শেষ ঠিকানার কারিগর’ নামে এলাকায় খ্যাতি পাওয়া মনু মিয়া মারা গেছেন। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ ২৮ জুন শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনু মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর বলেন, আমরা একজন নিঃস্বার্থ, দয়ালু মানুষকে হারালাম। এমন মানুষ এখন খুব বিরল।
সম্প্রতি অসুস্থ হয়ে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। তখনই দুর্বৃত্তদের হাতে প্রাণ হারায় তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। অনেকে নতুন ঘোড়া কিনে দিতে চেয়েছিল। কিন্তু তিনি স্পষ্ট বলেন, ‘আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না।’ এটাই ছিল তার জীবনদর্শন।
ঘোড়ার মৃত্যুর পর থেকেই তার শরীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তিনি বলেন, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও আর আগের মতো হতে পারেননি। আজ আমরা এক অনন্য দৃষ্টান্তের মানুষকে হারালাম।
মনু মিয়া বিগত প্রায় ৪৯ বছর ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই কবর খননের কাজ করতেন। তার খুঁড়ে দেওয়া কবরেই শেষ ঠিকানা হয়েছে প্রায় ৩ হাজার মানুষের। মৃত্যুর সংবাদ পেলেই নিজের কেনা ঘোড়ায় চড়ে ছুটে যেতেন মৃতের বাড়িতে।



















