close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শেরপুরে পুলিশ সুপার কর্তৃক কোরবানির পশুর হাট পরিদর্শন

MD Antor Hossin Roky avatar   
MD Antor Hossin Roky
****

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে গড়ে উঠা কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করা হয়েছে।

সোমবার (০২ জুন) বিকেল ৪ ঘটিকায় শেরপুর সদর থানাধীন কামারের চর কোরবানির পশুর হাট পরিদর্শন  করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

পরিদর্শনকালে কুরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

পরিদর্শনকালে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জুবায়দুল আলম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাট পরিচালনা কমিটির সদস্য এবং ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

Ingen kommentarer fundet