শেরপুরে ফুটবল খেলায় মারাত্বকভাবে আহত আদনান, মানবিক সহয়তার আবেদন..

MD Antor Hossin Roky avatar   
MD Antor Hossin Roky
শেরপুরে ফুটবল খেলায় মারাত্বকভাবে আহত আদনান, মানবিক সহয়তার আবেদন।

শেরপুর জেলা শহরের পৌরসভার ৫ নং ওয়ার্ডের চাপাতলী(এতিমখানা মোর) মহল্লার বাসীন্দা মোঃ বেচা মিয়া ও মোছাঃ আইশা বেগমের ছেলে আদনান।  

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় - ছোটকাল থেকেই ফুটবল খেলার প্রতি ভীষন আগ্রহ তার নিজের স্বপ্ন কে লালন করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলো আদনান। কিন্তুু কে জানতো এই ফুটবলই একদিন তার জীবনে কাল হয়ে আসবে। সম্প্রতি এক ফুটবল ম্যাচ চলা কালীন সময়ে প্রতিপক্ষের খেলোয়ার দ্বারা বাজে ফাউল এর স্বীকার হয়ে মারাত্বক ভাবে আহত হোন তিনি। 

এ সময় স্থানীয় লোকজন তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলো জানা যায় হাটুর প্রচন্ড আঘাত লাগার ফলে মারাত্বকভাবে 
ক্ষতিগ্রস্ত হয় কিডনি, চিকিৎসকদের মতে কিডনি জনিত প্রবল জটিল সমস্যা দেখা দেয় ও একই সাথে বুকের পাজড়ের হাঁড় ভেঙ্গে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে আদনান। 
এমতাবস্থায় জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসার  ব্যবস্থা করা প্রয়োজন।

যাহার ব্যায় ভার বহন করা তার পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে  জানতে পারি। বিভিন্ন মারফতে এ তথ্য নিশ্চিত হয় যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি অস্ত্রোপাচার ও দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। 

তাহার পরিবারের পক্ষে এ ব্যায় ভার বহন করা সম্ভব নয় মানবিক সহায়তার আবেদন জানায়। 

আদনানের শুভাকাঙ্খি ও আপনজনদের থেকে একটি বার্তা ছড়িয়ে দেওয়া হয় যা আদনানের জীবন বাঁচাতে সহায়ক হিসেবে কাজ করতে পারে বলে ধারনা করা হচ্ছে৷ 

বার্তা টি নিম্নে অনুরুপ ভাবে প্রকাশ করা হলোঃ- 

একটি মানবিক আবেদন 🙏

নাম: আদনান 
বাবার নাম : বেচা মিয়া 
মায়ের নাম : আইশা বেগম 
গ্রাম: চাপাতলী শেরপুর 
রোড : এতিম খানা রোড শেরপুর।

বিনীত নিবেদন এই যে, আদনান  একজন তরুণ ফুটবলপ্রেমী, দীর্ঘদিন ধরে শখের বশে ফুটবল খেলে আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত সম্প্রতি এক ফুটবল খেলায় অংশগ্রহণ করার সময় ভয়াবহ একটি দুর্ঘটনার শিকার হয় আদনান। খেলার সময় প্রতিপক্ষের হাটুর প্রচণ্ড আঘাত লাগে, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি এবং চিকিৎসকের ভাষায় ‘কিডনি সমস্যা হয়েছে’। একইসাথে বুকের হাড় ভেঙ্গে গিয়েছে বর্তমানে তিনি মারাত্মক শারীরিক যন্ত্রণায় ভুগছে 
শেরপুর সদর হাসপাতালে ।
চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন, যার ব্যয়ভার বহন তাহার পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি অস্ত্রোপচার এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল।

এই পরিস্থিতিতে, আমরা সমাজের সকল হৃদয়বান, ফুটবলপ্রেমী এবং সমাজসেবক ব্যক্তিবর্গের নিকট বিনীতভাবে আর্থিক সহায়তা কামনা করছি। আপনার একটি ছোট্ট সহযোগিতাও আদনানের চিকিৎসা ও জীবনে ফিরে আসার পথ সুগম করতে পারে।

যে কেউ ইচ্ছা করলে নিচের বিকাশ/নগদ/একাউন্ট নাম্বারে সাহায্য পাঠাতে পারেন:
যে যা-ই পারেন 🙏🙏
📱 বিকাশ: 01403247395-জাকির  পার্সোনাল।
📱 নগদ : 01857471247-জাকির

📱 বিকাশ/নগদ : 01581532840-মনসুর। 

আপনার সহানুভূতি ও সহযোগিতাই হতে পারে আদনানের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দয়া করে পাশে দাঁড়ান, জীবন রক্ষায় সহযোগিতা করুন।🙏

کوئی تبصرہ نہیں ملا