close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শেরপুরে ধানক্ষেত থেকে অটো রিক্সা চালকের মরদেহ উদ্ধার

a m abdul wadud avatar   
a m abdul wadud
রাস্তার পাশের ধানক্ষেত থেকে আব্দুল লতিফ নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল লতিফ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।..

শেরপুর সদরের তাতালপুর এলাকার মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজ রাস্তার পাশের ধানক্ষেত থেকে আব্দুল লতিফ নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল লতিফ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

 

আজ সকালে রাস্তার পাশের ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় রশি পেঁচানো ছিল।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Ingen kommentarer fundet