close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

শেরপুরে চাঁদা দাবি ও হুমকি প্রদানসহ ব্যবসার সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন..

a m abdul wadud avatar   
a m abdul wadud
ভুক্তভোগী এই ব্যবসায়ী জানান,  আমি প্রায় ৪০ বছর যাবত অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। গত ১৮ ফেব্রুয়ারি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কামাল ভেজিটেবল ওয়েল মিল থেকে আমার নিজস্ব ট্রাকে করে পঁচাত্ত..
শেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা কর্তৃক চাঁদা দাবি ও হুমকি প্রদানসহ ব্যবসার সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২ টায় জেলা শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম মো. মোফাজ্জল হোসেন মিন্টু। তিনি জেলা শহরের খরমপুরস্থ নতুন বাজারের মেসার্স মিন্টু সন্সের স্বত্বাধিকারী। 
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই ব্যবসায়ী জানান,  আমি প্রায় ৪০ বছর যাবত অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। গত ১৮ ফেব্রুয়ারি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কামাল ভেজিটেবল ওয়েল মিল থেকে আমার নিজস্ব ট্রাকে করে পঁচাত্তর ড্রাম ভোজ্য তেল নিয়ে শেরপুরে আমার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়। যাহার রেজি: নং- ঢাকা মেট্রো-ট-২০-৪৯৫১ এবং সেসময় গাড়ীর পরিচালনার দায়ীত্বে ছিল ড্রাইভার আব্দুস সামাদ। ট্রাকটির আনুমানিক মূল্য প্রায় আটচল্লিশ লক্ষ টাকা। 
 
পথিমধ্যে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর এসে ট্রাকটি ছিনতাই হয় বলে দায়ীত্বরত ট্রাক ড্রাইভার শেরপুরের অন্য এক ব্যবসায়ীকে জানায়। পরবর্তীতে আমি আমার অন্য স্টাফদের মাধ্যমে বিষয়টি জানতে পারি।
 
এই ঘটনায় ময়মনসিংহের ভালুকা মডেল থানায় ট্রাকচালক আব্দুস সামাদ, হেলপার ইউনুস আলী এবং অপর এক ড্রাইভার বাবুল মিয়া কে আসামী করে একটি এজাহার দাখিল করা হয়। এরপর পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইদিন পর ট্রাক ড্রাইভার আব্দুস সামাদ ও হেলপার ইউনুস আলীকে গ্রফতার করে। 
 
সেই সাথে মানিকগঞ্জ জেলার আরিচা ফেরিঘাট এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে উদ্ধারকৃত ট্রাক থেকে কোন তেলের ড্রাম পাওয়া যায়নি। পরবর্তীতে তেল উদ্ধারের জন্য আমি পুনরায় ভালুকা থানা  ও ডিবি পুলিশের শরণাপন্ন হই। তবে এখন পর্যন্ত হারিয়ে যাওয়া আমার কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
 
ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মিন্টু আরো বলেন,
মামলা দায়ের পর শেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের কথিত ফ্যাসিস্ট দোসর নেতা নাড়ু বাবু (৬০), হোসেন মিয়া (৫০), জামান মিয়া (৫০), মোকা মিয়া (৬০) ও ফারুক মিয়া (৫০) আমাকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে হত্যার হুমকি এবং চাঁদা দাবি করে আসছিল। আমি এতে রাজি না হওয়ায় সম্প্রীতি তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। 
 
এছাড়া আজ বৃহস্পতিবার সকালে আমার ক্রয়কৃত  একটি ট্রাক গাড়ী (রেজিঃ নং ঢাকা মেট্রো ট-২০-৫০১২) শেরপুর শহরের গৌরীপুর নতুন বাস টার্মিনালে মেরামত কাজে নিয়ে গেলে কতিপয় শ্রমিক নেতারা বাঁধা দেয় এবং ট্রাকটি আগুনে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।
 
এসব হুমকির বিষয়ে আমি শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কারন আমি এবং আমার পরিবার বর্তমান সময়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এসময় তিনি  ৪৮ লক্ষ টাকার মালামাল উদ্ধারে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
 
Aucun commentaire trouvé


News Card Generator