শেরপুর সরকারি গণগ্রন্থাগারে সংবর্ধনা অনুষ্ঠান 

a m abdul wadud avatar   
a m abdul wadud
গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম এর বদলি এবং সহকারী লাইব্রেরিয়ান খন্দকার রাশেদুল হক এর অবসর উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।..

শেরপুর সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম এর বদলি এবং সহকারী লাইব্রেরিয়ান খন্দকার রাশেদুল হক এর অবসর উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।

৯ এপ্রিল বুধবার দুপুরে শেরপুর সরকারি গণগ্রন্থাগার হলরুমে এর সংবর্ধনা দেয়া হয়। 

গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ সেকন্দর আলী কলেজের লাইব্রেরিয়ান শফিউল আলম চাঁন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি মোঃ নুরুন্নবী, সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস ইমাম রিপন, কোষাধক্ষ্য নাজমুল আলম তালুকদার, মুন্নি বেগম প্রমূখ।

এসময় বিভিন্ন গ্রন্থাগারের কর্মকর্তাবৃন্দ, লেখক-পাঠক, সুধীজন এবং গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্বর্ধনায় বিদায়ী সাজ্জাদুল করিম ও খন্দকার রাশিদুল হক এর কর্ম ও ব্যক্তি জীবনে গণগ্রন্থাগারের নানা অবদান এবং লাইব্রেরির কর্মকান্ডের মাধ্যমে আলোকিত শেরপুর গঠনে তাদের ভূমিকার ভূয়সি প্রশংসা করা হয়। সেই সাথে তাদের ব্যক্তি জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Nenhum comentário encontrado