close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শেরপুর প্রেসক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

a m abdul wadud avatar   
a m abdul wadud
ঐতিহ্যবাহী শিবপুর প্রেসক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

ঐতিহ্যবাহী শিবপুর প্রেসক্লাবের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

এ উপলক্ষে ২৪ মে শনিবার রাতে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কাকন রেজা। 

এসময় ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে নানা কর্মযজ্ঞ ও প্রতিকূলতা নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি রফিক মজিদ, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ জোবায়দুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, নির্বাহী সদস্য জুবায়ের রহমান সহ অন্যান্য উপস্থিত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা আগামী দিনে প্রেসক্লাবকে আরো শক্তিশালী এবং ইতিপূর্বের কয়েকটি কমিটির মতো কোন রাজনৈতিক দলীয় লেজুড়বৃত্তি না করে কেবলমাত্র সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করা হয়। সেই সাথে পিছিয়ে থাকা শেরপুর জেলাকে এগিয়ে নিতে লেখনীর মাধ্যমের পাশাপাশি গঠনমূলক দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে শেরপুরবাসীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা সভার শেষে ৪৫ বছর পূর্তি ও ৪৭ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও উপস্থিত সকল সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 

Geen reacties gevonden