নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা মিলাদ ও দোয়া মাহফিল থেকে ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ অভিযানে গিয়ে ওই মাহফিল থেকে এক যুবলীগ কর্মী এবং স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে আটক করেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন—মসজিদের ইমাম নিজাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম এবং ইউনিয়ন যুবলীগের কর্মী করিম। স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন বিকেল সোয়া ৫টার দিকে মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। অনুষ্ঠানটি আয়োজন করে স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় নেতারা।
পার্শ্ববর্তী সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম নিজাম উদ্দিন ও মুয়াজ্জিন নজরুল ইসলাম সেখানে দোয়া পরিচালনা করেন। মাহফিলে অংশ নেন এলাকার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে মাহফিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রশাসনের নজরে আসতেই তারা দ্রুত অভিযান চালায়। রাতেই পুলিশ ইমাম, মুয়াজ্জিন ও করিম নামে এক যুবলীগ কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এমন কর্মসূচি আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় রাতেই চাপরাশিরহাট বাজার এলাকায় যুবদল ও জামায়াতের যুব সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এতে এলাকায় রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুমতি ছাড়া আয়োজন করায় এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধ ঘোষিত দলীয় অঙ্গ সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন এবং তা কেন্দ্র করে ইমাম-মুয়াজ্জিনকে জড়িয়ে পড়া একটি উদ্বেগজনক ঘটনা। কারণ ধর্মীয় ব্যক্তিদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এলাকায় নতুন করে বিভাজন তৈরি করতে পারে।
এ ঘটনার পর গ্রেপ্তার হওয়া ইমাম-মুয়াজ্জিনকে ঘিরে এলাকায় আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, ধর্মীয় দায়িত্ব পালন করতে গিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন, আবার কেউ কেউ বলছেন—এটি একটি সাজানো মামলা, যার মাধ্যমে বিরোধী পক্ষ রাজনৈতিক লাভ নিতে চাচ্ছে।
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে প্রতিবছরই দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। তবে রাজনৈতিক উত্তাপের কারণে এ ধরনের আয়োজন অনেক এলাকায় কঠোর নজরদারিতে থাকে। নোয়াখালীর কবিরহাটের এই ঘটনা সেই উত্তাপকেই আবার সামনে এনে দিয়েছে।