বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় আরও ৫০৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার পটভূমি
সিআইডির তদন্ত অনুসারে, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিংয়ে সরকার উৎখাতের পরিকল্পনা করা হয়। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা ওই ষড়যন্ত্রের নেতৃত্ব দেন এবং দেশ-বিদেশের মোট ৫৭৭ জন এতে অংশ নেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
সিআইডির বক্তব্য
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান জানান, ‘ষড়যন্ত্রে অংশগ্রহণকারী ৭৩ জনের পরিচয় পাওয়া গেছে। অন্যদের শনাক্তের কাজ চলছে।’ তিনি আরও বলেন, তদন্তে অনলাইন মিটিংয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও গৃহযুদ্ধের পরিকল্পনার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
কাদের বিরুদ্ধে মামলা?
মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমকে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন খুলনা জেলা যুবলীগের সদস্য পারভেজ খান ইমন, খুলনার খবির ইসলাম আকাশ, বরিশাল বিভাগের ‘জয় বাংলা ব্রিগেড’ দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আরও অনেকে।
ষড়যন্ত্রের অভিযোগ
মামলার এজাহারে বলা হয়েছে, মিটিংয়ে অংশগ্রহণকারীরা গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনা করেন এবং এ বিষয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
এছাড়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমের হোস্টিংয়ে অনুষ্ঠিত মিটিংয়ে অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে দেশ পরিচালনা করতে না দেওয়ার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
তদন্ত ও পরবর্তী পদক্ষেপ
সিআইডি মামলাটি তদন্ত করছে এবং আসামিদের শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ষড়যন্ত্র দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ষড়যন্ত্র প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			