close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শেখ হাসিনার ‘পালানোর ইতিহাস’ নিয়ে শহিদুল ইসলামের বিস্ফোরক মন্তব্য!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ফরিদপুর, ২০ ফেব্রুয়ারি — “শেখ হাসিনা তিনবার দেশ ছেড়ে পালিয়েছেন”, এমন বিস্ফোরক দাবি করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু
ফরিদপুর, ২০ ফেব্রুয়ারি — “শেখ হাসিনা তিনবার দেশ ছেড়ে পালিয়েছেন”, এমন বিস্ফোরক দাবি করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহিদুল ইসলাম বলেন, “দুই দিন আগেও আওয়ামী লীগ নেত্রী গলা উঁচিয়ে বলেছেন— হাসিনা পালায় না। অথচ আজ নেতাকর্মীদের এতিম করে নিজ বোনকে নিয়ে পালিয়ে গেলেন! এটি প্রথমবার নয়। মুক্তিযুদ্ধের সময় পরিবারসহ পালিয়েছিলেন, এরপর ৭৫-এর হত্যাকাণ্ডের পর ছয় বছর দিল্লিতে ছিলেন।” তিনি আরও দাবি করেন, “দেশে ফেরার ১৫ দিনের মাথায় জিয়াউর রহমান নিহত হলে শেখ হাসিনা বোরকা পরে ভারতে পালানোর চেষ্টা করেন এবং বিজিবির হাতে গ্রেপ্তার হন। শেখ হাসিনার পালানোর রেকর্ড আছে। তাই নেতাকর্মীদের করুণা হয়।” আওয়ামী লীগকে নিয়ে কটাক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে শহিদুল বলেন, “মানুষ তাকে কাউয়া কাদের বলে। ফখরুল সাহেবকে গ্রেপ্তার করতে চেয়ে হুংকার দিলেও এখন নিজেই পালিয়ে আছেন।” তিনি বিএনপি নেতাদের সাহসের প্রশংসা করে বলেন, “আমরা এমন পালানো নেতার দলে নেই। আমাদের নেতা মুক্তিযুদ্ধের সময়ও পালাননি। ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, জীবনের বিনিময়েও আপোষ করেননি।” সমাবেশে উপস্থিত নেতারা ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন। এছাড়াও বক্তব্য রাখেন: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার শাশুকুর রহমান মাশুক সেলিমুজ্জামান সেলিম কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ বিএনপি নেতাদের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে। সমাবেশে নেতারা সরকারের সমালোচনা করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। এখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত— সত্যি কি পালিয়েছেন শেখ হাসিনা? নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল?
Tidak ada komentar yang ditemukan