close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জনগণ কখনো মাফ করবে না: দুদু

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
At a civic rally in Dhaka, BNP leader Shamsuzzaman Dudu declared that the Awami League will never be forgiven by the people and promised legal action against Sheikh Hasina if BNP returns to power.

জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণবিরোধী দল আওয়ামী লীগ। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনার বিচার হবে।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, "শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ কোনোদিন ক্ষমা করবে না। তারা দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর লুটপাট, দুর্নীতি ও গণহত্যার দায়ে অপরাধী।" শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও' আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

এই সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচারের দাবি। দুদু তার বক্তব্যে বলেন, “আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে। তারা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে ফেলেছে। শেখ হাসিনা হচ্ছেন গণতন্ত্র ও মানবাধিকারের প্রধান শত্রু।

তিনি বলেন, যদি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হয়, তাহলে যারা গত ১৫ বছর ধরে রাজপথে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন—তাদের আত্মত্যাগ বৃথা যাবে। এটা হবে শহীদদের রক্তের প্রতি অসম্মান।

দুদু আরো বলেন, বর্তমান সরকার নিজেদের বিচার করতে পারবে না। কারণ তারা নিজেরাই অপরাধী। কিন্তু ভবিষ্যতে যদি একটি জনগণের সরকার আসে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে এই গণবিরোধী শক্তির বিচার করা হবেই।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দানব’ আখ্যা দিয়ে বলেন, এই দানবীয় শক্তির রূপকার হচ্ছেন খায়রুল হক। যিনি দেশের বিচার ব্যবস্থাকে দলীয় স্বার্থে ব্যবহার করেছেন। আমি অবাক হই, এখনও মিডিয়া কেন তাকে ‘প্রধান বিচারপতি’ বলে উল্লেখ করে। তার কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে অপমানিত করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদীসহ আরও অনেকে।

বক্তারা একযোগে বলেন, দেশের মানুষের এখন একটাই চাওয়া—এই ফ্যাসিবাদী সরকারকে বিদায় জানানো এবং ন্যায়ের বিচারে নেতৃত্বে আনা। তারা আরও জানান, এই সরকারের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে।

আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বক্তারা সারাদেশে জনসম্পৃক্ততা বাড়িয়ে গণআন্দোলন তীব্র করার ঘোষণা দেন। তারা জানান, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করতে যতটা দরকার ত্যাগ স্বীকারে প্রস্তুত বিএনপিসহ বিরোধী জোট।

Walang nakitang komento