close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শান্তির মহড়ায় প্রশংসিত বাংলাদেশ সেনাবাহিনী: দেশের সম্মান রক্ষায় সর্বদা প্রস্তুত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, “যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে আমার বেশি ভালো লাগে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, “যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে আমার বেশি ভালো লাগে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক প্রশিক্ষণ অপরিহার্য।” গতকাল রোববার রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন ম্যানুভার অনুশীলন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, “এই মহড়ায় এসে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব দেখে আমি অভিভূত। আজকের প্রদর্শনীতে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সক্ষমতা নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়েছি।” তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে সবসময় প্রস্তুত থাকার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” প্রধান উপদেষ্টা অংশগ্রহণকারী সব সৈনিক ও পরিচালনাকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই আয়োজন ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফল। আমি কনিষ্ঠতম সৈনিক থেকে শুরু করে জিওসি পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সেনাবাহিনীর প্রধানকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তিনি বলেন, “বাংলাদেশের সশস্ত্র বাহিনী সবসময়ই দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের প্রস্তুত রাখবে, এটাই আমার প্রত্যাশা।” অনুশীলনস্থলে পৌঁছানোর পর ড. ইউনূসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
没有找到评论


News Card Generator