close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শাহবাগীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিলেন সাদিক কায়েম!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবির সাবেক সভাপতি সাদিক কায়েম ঘোষণা দিয়েছেন, তিনি জীবন দিয়ে হলেও শাহবাগিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই..

শাহবাগের বিরুদ্ধে জীবনপণ লড়াইয়ের ঘোষণা দিলেন সাদিক কায়েম!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম তার জীবন দিয়ে হলেও শাহবাগিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার পর, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন—

"সমস্ত ক্ষমতা ও সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর শপথ! জীবন দিয়ে হলেও দেশপ্রেমিক প্রতিবাদী নেতা, নাগরিক, উলামা, হুফফাজ ও ক্বারিদের রক্তপানকারী শাহবাগি অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। ইনকিলাব জিন্দাবাদ!"

ফেসবুকে আরও হুঁশিয়ারি

এর আগেও একাধিকবার ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন সাদিক কায়েম। মঙ্গলবার রাতের স্ট্যাটাসে তিনি শাহবাগপন্থিদের ‘দেশবিরোধী শক্তি’ আখ্যা দিয়ে বলেছেন—

"বাংলাদেশপন্থি ব্যক্তিবর্গ ও সংগঠনের মধ্যে বিভাজনের সুযোগ নিচ্ছে দেশবিরোধী শক্তি। তারাই শাহবাগের বিচারহীনতা ও ফ্যাসিবাদের আইকন লাকি আক্তারকে পুনর্বাসন করছে।"

তিনি আরও বলেন,

"শাহবাগের মাধ্যমেই হাসিনার ফ্যাসিজমের উত্থান ও পূর্ণতা। লাকিরা ছিল আওয়ামী লীগের চেতনা ব্যবসার ইনভেস্টমেন্ট ও রক্ষাকবচ। শাহবাগের মবোক্রেসিই আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার দেশপ্রেমিক নেতাদের শহিদ করেছে। শহিদ করেছে প্রতিবাদী নাগরিক, উলামা, হুফফাজ ও কারিদের।"

আওয়ামী লীগ ও শাহবাগিদের বিরুদ্ধে কঠোর অবস্থান

ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাসে সাদিক কায়েম আওয়ামী লীগ ও শাহবাগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন—

"সেই জায়গায় শাহবাগের পুনর্বাসনের কোনো প্রশ্নই উঠে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইনকিলাব জিন্দা রাখতে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

তিনি শাহবাগিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন—

"জুলাইয়ের যে প্রজন্ম ফ্যাসিবাদ, মুজিববাদ ও শাহবাগিতার পতন ঘটিয়েছে, সেই প্রজন্ম যেকোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে কুণ্ঠাবোধ করবে না।"

ঢাবি শাখার সেক্রেটারিকে ট্যাগ করে বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খানকে ট্যাগ করে তিনি কমেন্টে লেখেন—

"দুর্বলরা শাহবাগ তৈরি করতে পারে না, কিন্তু ক্ষমতাবানেরা শাহবাগ তৈরির সক্ষমতা রাখে। দুর্বলদের তুলোধুনো করে আদি শাহবাগের একটিভিস্টদের ব্যাপারে নিরব থাকা সব শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে।"

পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পদযাত্রার প্রেক্ষাপট

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে নারী-পুরুষসহ প্রায় ৬০-৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা অভিমুখে’ যাওয়ার চেষ্টা করে।

পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয় ও উত্তেজনাপূর্ণ আচরণ শুরু করে।

এ ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যার জেরে ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম ফেসবুকে একের পর এক প্রতিক্রিয়া জানিয়ে শাহবাগিদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।

শেষ কথা

সাদিক কায়েমের এই হুঁশিয়ারিমূলক বক্তব্য নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে, তার "জীবন দিয়ে হলেও প্রতিরোধ গড়ে তোলার" ঘোষণা নানান প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

এটি এখন সময়ই বলে দেবে, ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তবে এটা স্পষ্ট যে, শাহবাগিদের পুনর্বাসন প্রশ্নে ইসলামী ছাত্রশিবিরের অবস্থান অত্যন্ত কঠোর।

Keine Kommentare gefunden