বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তিনি বলেন, "আমরা যেন সেই বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেটি শহীদরা স্বপ্ন দেখেছিলেন—এটাই আমাদের অঙ্গীকার এবং প্রার্থনা।"
পূর্ব লন্ডনের এক আয়োজনে জাতীয় চেতনার বার্তা:
শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি সম্মেলন কক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, "একজন সন্তান হিসেবে আমি শুধু আমার পিতার জন্য নয়, বরং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জন্য দোয়া চাই। কারণ তাদের রক্তের বিনিময়েই আমরা আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি।"
গণতন্ত্র রক্ষায় রক্ত ঝরেছে বারবার:
তারেক রহমান বক্তৃতায় আরও বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, কিন্তু সেই গণতন্ত্রকে নস্যাৎ করতে বারবার ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রের বলি হয়েছেন অসংখ্য নিরীহ মানুষ, বিএনপিসহ বহু রাজনৈতিক দলের নেতাকর্মী। কেউ জীবন দিয়েছেন, কেউ পঙ্গুত্ববরণ করেছেন, আবার কেউ চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন।”
তিনি বিশেষভাবে স্মরণ করেন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এবং পরবর্তীকালে বিএনপি সরকারের পতনের পর বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে জীবন দেওয়া আন্দোলনকারীদের। “বিশেষ করে জুলাই-আগস্টের আন্দোলনের সময়, স্বৈরাচারী শক্তি ক্ষমতায় থাকার জন্য যে বর্বরতা চালিয়েছিল তা জাতি কখনও ভুলবে না। জাতিসংঘ পর্যন্ত রিপোর্ট করেছে যে, শুধু শিশুদের মধ্যেই ৬৬ জন প্রাণ হারিয়েছে,” বলেন তারেক রহমান।
প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনে চূড়ান্ত প্রতিশ্রুতি:
“আমরা যেন তাদের রক্তের ঋণ ভুলে না যাই,”—এই আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তারা যে স্বপ্ন দেখেছিলেন—একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ—সেই স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমাদের শ্রদ্ধা নিবেদন।”
তিনি আরও বলেন, "আমি আজ শহীদ রাষ্ট্রপতির সন্তান হিসেবে আপনাদের প্রতি অনুরোধ জানাই—আসুন আমরা সবাই মিলে দোয়া করি, যেন আমরা শহীদদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি। এটা শুধু আমার পিতার প্রতি নয়, বরং সমগ্র শহীদ জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা।”
সভা পরিচালনা ও সভাপতিত্ব:
এই দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
তারেক রহমান তার বক্তব্যের শেষাংশে বলেন, “দেশের মানুষ আজ অধিকারহীনতায় ভুগছে, বাকস্বাধীনতা নেই, বিচার নেই, ভোটাধিকার নেই—এই অবস্থা থেকে উত্তরণই হবে শহীদদের আত্মার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			