close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সেবাধর্মী থানা হিসেবে লালপুর থানার কার্যক্রমের শুভ উদ্বোধন..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
শুক্রবার(০১লা আগস্ট ২০২৫)জেলা পুলিশ নাটোরের আয়োজনে সেবাধর্মী থানা হিসেবে লালপুর থানার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি বাংলাদেশ পুলিশ।..

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম এর সভাপতিত্বে অ্যাডিশনাল ডিআইজি(ক্রাইম অ্যান্ড অপস্) রাজশাহী রেঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রেঞ্জ ডিআইজি, রাজশাহী মহোদয় লালপুর থানায় পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার, নাটোরসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধান অতিথিকে ফুলেল অভিবাদন জানান। তিনি প্যারেডের সালামি গ্রহণসহ প্যারেড পরিদর্শন করেন। 

সেবাধর্মী থানা হিসেবে নাটোরের লালপুর থানার কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে বক্তব্যে রেঞ্জ ডিআইজি, রাজশাহী মহোদয় থানার সেবা কার্যক্রমে পুলিশ সদস্যদের জনবান্ধব সেবা প্রদানের কথা উল্লেখ করেন। তিনি লালপুরের সাধারণ মানুষসহ তৃণমূল পর্যায় থেকে থানায় এসে তার কাঙ্ক্ষিত সেবা পেতে নতুন উদ্যমে শুরু হওয়া সেবা ধর্মী থানায় কর্মরতরা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

ডিআইজি, রাজশাহী রেঞ্জ পরবর্তীতে থানার কর্মরত সকল পদমর্যাদার সদস্যদের সাথে ব্রিফিং সভায় মিলিত হন। পুলিশ সুপার নাটোরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্) সহ নাটোর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টরগণ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

ব্রিফিং সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি, রাজশাহী রেঞ্জ বলেন,সেবাধর্মী থানা হিসেবে লালপুর থানার যাত্রাকে প্রতিটি পুলিশ সদস্য যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি যথাযথ সেবা প্রদানে দায়িত্বরত সদস্যরা সেবা প্রত্যাশী মানুষকে দ্রুত সাড়া দানের মাধ্যমে আস্থা অর্জনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলে সেবাধর্মী থানা হিসেবে আমাদের এই প্রচেষ্টা সফল হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্) বলেন, একজন পুলিশ সদস্য হিসেবে নিজেকে সাধারণ মানুষের কাতারে চিন্তা করে থানা থেকে যে সেবা প্রত্যাশা করেন আপনি লালপুর থানার কর্মরত পুলিশ সদস্য হিসেবে সেই সেবা জনগণকে দিতে পারলে সেবাধর্মী থানার উদ্যোগ সফল হবে। 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার নাটোর বলেন, জেলায় কর্মরত পুলিশ সদস্যরা যার যার পদমর্যাদা অনুযায়ী নিজ নিজ ক্ষেত্রে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে সেবাধর্মী থানা হিসেবে লালপুরসহ জেলার সকল থানাকে সেবাধর্মী থানায় পরিণত করা সম্ভব। তিনি পুলিশ সদস্যদের নিজ অফিসে আগত পুলিশ সদস্যদের সেবা ও জনসাধারণের কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম এর পরিচালনায় উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) একরামুল হক, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার,শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রুহুল আমিন লাবু, ইন্সপেক্টর, সদর কোর্ট নাটোর মোস্তফা কামাল,ইন্সপেক্টর অপরাধ শাখা নীরেন্দ্রনাথ মন্ডল, অফিসার ইনচার্জ, বড়াইগ্রাম থানা গোলাম সারওয়ার, ইন্সপেক্টর (শহর ও যানবাহন) নাটোর রেজাউল করিম, ইন্সপেক্টর,ডিএসবি মশিউর রহমান, ইন্সপেক্টর পুলিশ কন্ট্রোল আবু সাইদুর রহমানসহ অন্যান্য অফিসার ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

No comments found