close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সদর উপজেলায় বসত বাড়ি থেকে দুই শতাধিক সাপের বাচ্চা ও ডিম উদ্ধার..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সদর উপজেলায় বসত বাড়ি থেকে দুই শতাধিক সাপের বাচ্চা ও ডিম উদ্ধার

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামে একটি বসত ঘর থেকে দুইশতাধিক সাপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জাহানাবাজ গ্রামের মোখলেছুর রহমানের বসত ঘর থেকে বিষধর কালাচ প্রজাতির প্রায় দুইশত সাপের বাচ্চা ও শতাধিক ডিম উদ্ধার করা হয়। মোখলেছুর রহমান জানান, সোমবার (২১ এপ্রিল) সকালে ঘরের ভেতরে কয়েকটি ছোট সাপ চলাচল করতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরদিন মঙ্গলবার স্থানীয় সাপুড়ে রফিকুলকে খবর দেন।

সাপুড়ে রফিকুলের সহায়তায় ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিষধর কালাচ সাপের শতাধিক ডিম ও দুইশতাধিক বাচ্চা ধ্বংস করা হয়। কিছু ডিম রফিকুল নিজ হেফাজতে রেখেছেন বলে জানা গেছে।

মোখলেছুর রহমান বলেন, “ঘরের ভেতরে এত সাপের বাচ্চা থাকতে পারে ভাবতেই গা শিউরে উঠছে। পরিবার-পরিজন নিয়ে আমরা আতঙ্কে আছি।”

এ বিষয়ে সাপুড়ে রফিকুল জানান, “সাপ দেখে ভয় পাবেন না। এই সাপ দিয়েই মূল্যবান ওষুধ তৈরি হয়। আবার আমরা সাপুড়িরা সাপ নিয়ে খেলা দেখাই। কেউ সাপ দেখলে আমাদের খবর দিলে আমরা তা সংগ্রহ করি।”

ঘটনার পর থেকে এলাকায় চরম সাপ আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন, বিষধর সাপ থেকে বাঁচতে বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও সতর্কতা অবলম্বন জরুরি।

Aucun commentaire trouvé