close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সবুজে সেরা: বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারে চট্টগ্রামের চার মনোনয়ন..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
****

মোহাম্মদ জামশেদ আলম,

সীতাকুণ্ড প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ -এ চট্টগ্রাম জেলা থেকে চারটি শ্রেণিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও উদ্ভাবনী উদ্যোগে অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা থেকে মনোনীত শ্রেষ্ঠ চার—
১. গ শ্রেণি (ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ): জনাব মুহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম।
২. ঙ শ্রেণি (ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক পর্যায়ে ছাদবাগান): মিস নাছুহা সাদাফ, চট্টগ্রাম।
৩. চ শ্রেণি (বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান): চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
৪. দ শ্রেণি (গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন): বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম।

পুরস্কারপ্রাপ্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম. কায়চার বলেন,
“এই স্বীকৃতি শুধু গর্বের নয়, ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণ ও পরিবেশের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে। আমরা চাই, শুধু চট্টগ্রাম নয় গোটা বাংলাদেশ সবুজ হয়ে উঠুক।”
সংশ্লিষ্টরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এমন পুরস্কার মানুষকে উদ্বুদ্ধ করবে আরও বেশি বৃক্ষরোপণে, যা টেকসই উন্নয়নের পথে দেশের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

No comments found