close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে প্যানেল ঘোষণা উমামার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
In the upcoming DUCSU election, former anti-discrimination student leader Umama Fatema has announced a new panel of independent candidates named "Swatantra Chhatra Oikko" (Independent Studen..

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত নতুন প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। নাম দেওয়া হয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’।

হেডলাইন (বাংলা, SEO অপ্টিমাইজড)

ঢাবি ডাকসু নির্বাচন: উমামার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল আলোচনার কেন্দ্রে

শর্ট ডিসক্রিপশন (বাংলা)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত নতুন প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। নাম দেওয়া হয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’।

Short Description (English)

In the upcoming DUCSU election, former anti-discrimination student leader Umama Fatema has announced a new panel of independent candidates named "Swatantra Chhatra Oikko" (Independent Student Unity).


সম্পূর্ণ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে জমতে শুরু করেছে উত্তেজনা ও আলোচনার ঝড়। বড় বড় ছাত্র সংগঠন যখন নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত, ঠিক তখনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ঘোষণা দিলেন এক ভিন্নধর্মী প্যানেলের। তিনি জানিয়েছেন, এই প্যানেল সম্পূর্ণভাবে গঠিত হবে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এবং এর নাম দেওয়া হয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’

বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি দেন উমামা। তিনি জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় অপরাজেয় বাংলার সামনে এই প্যানেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা উমামা এবার ডাকসু নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। ৩০ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রথম প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন। পরবর্তীতে ১৮ আগস্ট সহসভাপতি (ভিপি) পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে স্বাধীন প্রার্থীদের উপস্থিতি বরাবরই ছিল সীমিত। তবে এবারের নির্বাচনে উমামার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র প্যানেল গঠিত হওয়া ছাত্ররাজনীতির ধারা ও ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই। সাধারণ শিক্ষার্থীরা যেখানে রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত প্রতিনিধিত্ব দেখতে চায়, সেখানে এই প্যানেল হয়তো তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে।

এদিকে ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে বেশ সরব ছিল ক্যাম্পাস। বুধবার পর্যন্ত মোট ৬৫৮টি ফরম বিতরণ করা হয়েছে এবং জমা পড়েছে ১০৬টি। শুধু শেষ দিনেই বিতরণ করা হয় ৯৩টি ফরম। এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে আসন্ন নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ কতটা প্রবল।

অন্যদিকে, উমামার নেতৃত্বে ঘোষিত এই প্যানেলকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর প্রথমবারের মতো স্বতন্ত্র শিক্ষার্থীদের এমন ঐক্যবদ্ধ পদক্ষেপ ছাত্ররাজনীতিতে নতুন ধারা তৈরি করতে পারে। বিশেষ করে যারা দলীয় রাজনীতির বাইরে থেকে পরিবর্তন চান, তাদের কাছে এটি হতে পারে বড় একটি প্ল্যাটফর্ম।

উমামা নিজেও সংবাদ সম্মেলনে সেই বার্তাই দিয়েছেন। তিনি বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা তাদের আসল প্রতিনিধি পাবে। কোনো রাজনৈতিক দলের ছায়ায় নয়, শিক্ষার্থীদের কণ্ঠস্বর নিয়েই আমরা লড়াই করব। স্বতন্ত্র শিক্ষার্থীদের ঐক্যই আমাদের শক্তি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন সব আলোচনার কেন্দ্রে এই নতুন প্যানেল। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর স্পষ্ট হবে উমামার প্যানেল কতটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা—এটি যেন সত্যিকারের পরিবর্তনের সূচনা হয়।

کوئی تبصرہ نہیں ملا