স্বৈরাচারের রোষানলে সাহসী পুলিশ অফিসার! ত্যাগ আর নিষ্ঠার প্রতীক এসআই সোহেলের গল্প....

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া এক পুলিশ কর্মকর্তার নাম এসআই সোহেল। কিন্তু সাহস ও সততার এই যাত্রা সহজ ছিল না। স্বৈরাচারবিরোধী অবস্থানের কারণে তাঁকে পেতে হয়েছে পদোন্নতিতে বঞ্চনা, মানসিক হয়রানি, আ..

আমার দেখা মতে, আমাদের সবার প্রিয় এসআই সোহেল ভাই , বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য,ভাই পরউপকারী , সাহসী, ন্যায়পরায়ণ ও বিচক্ষণ অফিসার সে চাকরি জীবনে স্বৈরাচারের দোসরদের কোন অবৈধ আদেশ পালন করে নাই তাহার চাকরি জীবনে শুধু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন কখনো কোন অন্যায় আদেশ পালন করেন নাই প্রিয় সোহেল ভাইয়ের কাছ থেকে নিজ এলাকার ছোট ভাই, বড় ভাই, এবং তাহার বন্ধু বান্ধব সহ যেকোনো মানুষের বিপদে আপদে সব সময় সব ধরনের সহযোগিতা পেয়েছি আমরা । ভাই আমাদের বিএনপি এবং জামাতিইসলামসহ সহ অন্যান স্বৈরাচার বিরোধী সকল মানুষকে উপকার করতে গিয়ে এবং ভাই বিএনপি পরিবারের সদস্য, তাহার আপন ছোট ভাই মনির সরদার উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, এবং আপন মেজ ভাই আকরাম হোসেন ভুলু শোলক ইউনিয়ন বিএনপি'র ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার কারণে স্বৈরাচারের দোসর , ডিসি বিপ্লব,ডিসি হারুন এবং ঢাকা জেলার এসপি মারুফের রোশনালে পরে যায় এবং তাহাকে পদোন্নতি পরীক্ষায় তিনবার সকল সাবজেক্টে অকৃতিকার্য করে এবং তাহাকে বিভিন্ন ধরনের প্রশাসনিক পানিশমেন্ট এবং মানসিকভাবে হয়রানি করে এবং বিভিন্ন ধরনের হয়রানিমূলক পোস্টিং করা হয় মানুষের সেবায় নিয়োজিত থাকার বিভিন্ন সেবামূলক কার্যক্রম ইউটিউবে ভাইরাল হলেও তাহাকে কখনো পুরস্কৃত করা হয় নাই বরঞ্চ তাহা কি বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে।হয়রানি মূলক পোস্টিং গুলো
১।এসপিবিএন ২০১৪-২০১৮ ইং
২।ডিএমপি-২০১৮(১১ মাস)
৩।ইন্ডাস্ট্রিয়াল ২০১৯(৮মাস)
৪।ঢাকা জেলা ২০২০(৯ মাস)
৫।RAB-2, (২০২১-২০২২) ২বছর
৬।শরীয়তপুর জেলা (২০২৩-২০২৪)
জুলাই অভ্যুত্থানে সোহেল ভাইয়ের অবদান ছিল অফুরন্ত যা বলে শেষ করা যাবে না। ছাত্র-জনতা এবং স্বৈরাচার বিরোধী সকল সাধারণ মানুষের পক্ষে থেকে সকল ধরনের সহযোগিতা করেছেন। শরীয়তপুর জেলার সখিপুর থানা এবং গোসারহাট থানা এলাকার মানুষের নয়নের মণি হয়ে আছেন তাই প্রিয় ভাইকে সখিপুর থানার ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ ৫ ই আগস্ট তাহাকে থানায় গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। স্বৈরাচারের সময় কোন পুরস্কার না পাওয়া সোহেল ভাই ৫ ই আগস্ট এর পরবর্তী সময়ে মানুষের সেবায় নিয়োজিত রাখেন, এবং স্বৈরাচারীর দোসরদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন এবং তাহাকে গত ডিসেম্বর এবং জানুয়ারি মাসের শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃিত করা হয়। ভাই বর্তমানে কর্মস্থল শরীয়তপুর জেলা হতে চট্টগ্রাম রেঞ্জ (পার্বত্য এলাকায়) বিনা কারণে ষড়যন্ত্রমূলক এবং হয়রানির মূলক পোস্টিং এর শিকার হয়ে বৃদ্ধ অসুস্থ (ক্যান্সার আক্রান্ত) বাবা (৮৫) এবং ১১ মাসের শিশু কন্যা সহ চরম বিপাকে রয়েছেন। ভাইয়ের সার্বিক কার্যক্রম এবং মানবিক দিক বিবেচনায় পোস্টিং বাতিলপূর্বক বরিশাল মেট্রোপলিটন পুলিশের বদলি করা হোক। পুলিশের ভাবমূর্তি উজ্জল করতে এবং মানুষের আস্তা ও ভালোবাসা অর্জনে এসআই সোহেল ভাইয়ের মত নেয়নিষ্ঠবান,পরোউপকারী, দক্ষ ও সাহসী পুলিশের প্রয়োজন।

Inga kommentarer hittades